নারায়নগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে গনমাধ্যমকর্মীদের সচেতনায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো ২ স্কুল ছাত্রী। শুক্রবার দুপুরে ঢাক-ঢোল বাজিয়ে শিমরাইল এলাকায় শিশু কানন বিদ্যালয়ে নবম ও দশম শ্রেনীর ২ ছাত্রীর বিয়ের আয়োজন করে তাদের অভিবাবকরা। খবর পেয়ে সাংবাদিকরা বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের (রাজস্ব) এসিল্যান্ড শিলু রায়কে অবহিত করেন। পরে গনমাধ্যম কর্মীদের তথ্যমতে থানা নির্বাহী প্রশাসন, স্থানীয় নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশ ঘটনাস্থলে পৌছে এ বিয়ে বন্ধ করে দেয়। পরে তারা ওই দুই ছাত্রীর অভিবাবকদের কাছ থেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দিবেনা এই মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়। ঘটনাটি ঘটে শিমরাইল এলাকায় নাসিরুজ্জামান ও রেজাউল করিমের বাড়িতে।
নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান জানান, বাল্য বিয়ের খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই পরে ভুমি কর্মকর্তা ও গনমাম্যান কর্মীদের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে এ বিয়ের আযোজনটি পন্ড করে দেই। পরে নিবাহী ম্যাজিষ্ট্রট্র সিদ্ধিরগঞ্জ রাজস্ব্য (ভুমি) শিলু রায় এর প্রতিনিধি ভুমি কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ গনমাধ্যম কর্মীদের সামনে ওই দুই স্কুল ছাত্রীর অভিবাবকরা লিখিত অঙ্গীকার করে ১৮ আগে মেয়েদের বিয়ে দিবেনা।
সিদ্ধিরগঞ্জ নিউজ ক্লাবের সভাপতি মোশতাক আহমেদ শাওন, সাধারন সম্পাদক জাকির হোসেন ও অর্থ সম্পাদক মনজুর আহমেদ অনিক জানান, শিমরাইলে একই বিদ্যালয়ের ২জন মেধাবী শিক্ষার্থীকে শুক্রবার বাল্য বিয়ে দেওয়ার হচ্ছে জানতে পেয়ে বিষয়টি স্থানীয় কাউন্সিলর ও নিবার্হী ম্যাজিষ্ট্রট শিলু রায়কে জানানো হয়। পরে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে এ বাল্য বিয়ে রোধ করেন। এ সময় তারা বাল্য বিয়ে রোধে এলাকাবাসীকে সচেতন হতে আহ্বান করেন। প্রয়োজনে গনমাধ্যমের কর্মীদের অবহিত করতে অনুরোধ করেন তারা।