নারায়নগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় শারমীন আক্তার (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাÑচট্রগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় রাস্তাপারাপারের সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আকিকুজজ্জামান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের লিখিত আবেদনের প্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্ত্যান্তর করে। নিহত শারমীন টাঙ্গাইল জেলা টেরাভীয়া গ্রামের হামিদ শেখের স্ত্রী। সে ফতুল¬া থানার পূর্ব মাসদাইল রসুলবাগ এলাকায় তার বোনের বাড়িতে থাকত।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।