চট্টগ্রাম,বিজয় বার্তা ২৪
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির মুক্তি দাবি করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ছোট মিলনায়তনে এক আলোচনা সভায় এ দাবি জানান ছাত্রলীগ নেতারা।
ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি অন্তর হাসান শাকিল বলেন, বিনা অপরাধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দাবি, শিগগির রনিকে ছেড়ে দিতে হবে। অন্যথায় আগামীতে চট্টগ্রামসহ সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন- সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার মো. রেফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হালদার মামুন, সাংগঠনিক সম্পাদক সাত্তার মোহাম্মদ নূরুল হুদা প্রমুখ।