বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জে ডাকাতির মালামাল ভাগাভাগির দ্বন্দের জেরে ডাকাতদের বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন ওরফে রাজা নামের এক ডাকাত নিহত হয়েছে। ভোরে উপজেলার পূর্বাচল ৮নং সেক্টরে এ ঘটনা ঘটে। রাজা ঢাকার গেন্ডারিয়া এলাকার ফুল মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানান, ভোরে গুলির শব্দে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত রাজার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ডাকাতির মালামাল নিয়ে দ্বন্দ্বেই তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।