চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে ডাকা হরতালে তেমন প্রভাব দেখা যায়নি চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় শহরে প্রায় সব ধরণের যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে অধিকাংশ দোকানপাট, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ট্রেন ছেড়ে গেছে সময়মতোই। দূর পাল্লার বাস বন্ধ থাকলেও স্থানীয় ও আঞ্চলিক পরিবহণগুলি চালু রয়েছে। সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। বেলা সাড়ে ১১টায়
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, এখন পর্যন্ত হরতালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।