নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৬ ক্যান বিয়ারসহ হারুন (৫২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। বুধবার রাত পৌনে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাখাওয়াত হোসেন, অখিল রঞ্জন সরকার ও এএসআই নুরুল ইসলাম যৌথ অভিযান চালিয়ে কাশেম পাড়া এলাকা থেকে ওই বিয়ারসহ তাকে আটক করে। আটকের পর জিজ্ঞাসাবাদে হারুন জানায় বিয়ারগুলো বিক্রয়ের উদ্দেশ্যে শহরের টানবাজার এলাকার লেকুর কাছ নিয়ে আসে। এর আগেও সে তার কাছ থেকে একাধিকবার বিয়ার এনেছিল। আটক হারুন জেলার সিদ্ধিরগঞ্জ কাশেমপাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ বলেন, আটক হারুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।