চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া এলাকা থেকে আজ রবিবার সকালে ইসমাইল (২৬) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসমাইল দশরশিয়া বেলদারপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, শনিবার রাতের কোন এক সময় ইসমাইলকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ নিহতের বাড়ীর অদুরে স্থানীয় লুৎফর রহমানের আমবাগানে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতর জেরে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারনা।