বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁওয়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বেয়াইয়ের ইটের আঘাতে সায়েমা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বেয়াই রিয়াজ উদ্দিন রিয়াজ।
সায়েমা বন্দর উপজেলার মদনপুর নাজিমউদ্দিন ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের ফজল মিয়ার মেয়ে।
বুধবার (২৫ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুলাই) কাঁচপুর পাঁচপাড়া গ্রামে নিজ বাড়িতে একাই কাজ করছিলেন সায়েমা। এসময় একই গ্রামের তার বোনের দেবর রিয়াজ বাড়িতে আসেন। দু’জনে কথা বলার এক পর্যায়ে সায়েমাকে কু-প্রস্তাব দেন রিয়াজ। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় উত্তেজিত হয়ে তাকে ইট দিয়ে আঘাত করেন তিনি।
এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যান রিয়াজ। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। রিয়াজকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।