বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে পৌরসভা নির্বাচন পরবর্তী একটি শিশুদের বিজয় মিছিলে পরাজিত প্রার্থীদের হামলায় অন্তত ১০ শিশু আহত হয়েছে।
২৫ জুলাই বুধবার আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মোঃ বশিরউল্লাহ বিপুল ভোটে জয়লাভ করার পর রাত ৮টার দিকে উপজেলার মুকুন্দী পান্না বাড়ৈপাড়া এলাকায় স্থানীয় কিছু শিশু জয়ী প্রার্থীর পক্ষে মিছিল বের করে। ঐ সময় পরাজিত প্রার্থী লাল মিয়া ও তার ছেলে নবী হোসেন,নুরুল হক সহ তাদের সমর্থকরা লাঠিসোটা,হকিষ্টিক নিয়ে শিশুদের মিছিলে হামলা চালায়। তারা শিশুদের বেধরক পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। আহত শিশুরা হল-জান্নাতী (৯),সাকিয়া(১২),জাকিয়া (৮),সিয়াম(১০),নাদিলা(৮),সিয়াম(১৩),আশিক(৬) ও জালালউদ্দিন(৩৫)। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজয়ী কাউন্সিলরের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জয়ী কাউন্সিলর বশিরউল্লাহ জানান, নির্বাচনে পরাজিত হয়ে লাল মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী শিশুদের উপর এ নেক্কারজনক বর্বর হামলা চালানোর নিন্দা জানান ও এ ঘটনায় বিচার দাবী করেন। তবে পরাজিত প্রার্থী লাল মিয়া হামলার কথা অস্বীকার করে জানান,তার বাড়ির সামনে দিয়ে উচ্চস্বরে হইহুল্লুর করায় তাদের ধমক দেওয়া হয়েছে মাত্র।
এব্যাপারে আড়াইহাজার থানার ওসি এম এ হক,ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।