বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি ধুম রিলোডেড। ধুম ফ্র্যাঞ্চাইজির এ সিনেমাটির পরবর্তী কিস্তিতে কে অভিনয় করবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেকদিন থেকেই।
এর আগে শোনা গিয়েছিল, এ সিনেমায় দেখা যেতে পারে হৃতিক রোশান, অমিতাভ বচ্চন, শাহরুখ খান অথবা সালমান খানকে। কিন্তু এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সিনেমা সংশ্লিষ্টরা। এবার শোনা যাচ্ছে, সিনেমায় দেখা যাবে সালমান খান এবং রণবীর সিংকে।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আদিত্য চোপড়া নাকি চাইছেন, ধুম রিলোডেড সিনেমার জন্য নতুন নায়কদের মধ্যে থেকে কাউকে বেছে নিতে। এ জন্য রণবীর সিংয়ের কথা ভাবছেন তিনি। নেতিবাচক চরিত্রটির জন্য ভাবা হচ্ছে সালমান খানকে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি।
এর আগে শোনা গিয়েছিল, খল চরিত্রে অভিনয় করতে চান সালমান খান । আগে তিনি কখনো খল চরিত্রে অভিনয় করেননি। ‘রেস-থ্রি’ সিনেমায় তার খল চরিত্রে অভিনয়ের বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়েছে। তবে ‘ধুম-ফোর’ সিনেমার ক্ষেত্রে এখনো পারিশ্রমিক নিয়ে কথা চলছে। ‘ধুম-থ্রি’তে আমির যে পারিশ্রমিক নিয়েছিলেন তার সমান লভ্যাংশ দাবি করেছেন সালমান। তা যদি হয় তাহলেই নাকি তিনি সিনেমায় চুক্তিবদ্ধ হবেন।
সালমান এবং রণবীর সিং দুজনেরই এর আগে যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১২ সালে যশ রাজ ফিল্মেসের সঙ্গে এক থা টাইগার সিনেমায় দেখা যায় সালমানকে। এ অভিনেতার পরবর্তী সিনেমা সুলতান’র প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস।
অন্যদিকে যশরাজ ফিল্মসের ব্যানারে ব্যান্ড বাজা বারাত সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন রণবীর সিং। তার পরবর্তী সিনেমা বেফিকর’র মধ্য দিয়ে আট বছর পর পরিচালনায় ফিরছেন আদিত্য চোপড়া। এ ছাড়া যশ রাজ ফিল্মসের লেডিস ভার্সেস রিকি বেহেল, গুন্ডে এবং কিল দিল সিনেমায় দেখা গেছে রণবীর সিংকে।
ধুম রিলোডেড সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর থেকে। সিনেমাটির পরিচালনায় দেখা যাবে ধুম-থ্রি পরিচালক বিজয় কৃষ্ণ আচার্যকে।