বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে ‘ব্যক্তিত্ব ও মূল্যবোধ বিকাশে শিক্ষার প্রয়োজনিয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুলাই) সন্ধ্যায় রাম কৃষ্ণ মিশন আশ্রমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পুরুলিয়া রামকৃষ্ণ মঠের ট্রাস্টি ও বেলুড় মঠ সম্পাদক এবং রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। আরো উপস্থিত ছিলেন সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তারাপদ আচার্য্য, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথনন্দজি মহারাজ , ঢাকা রামকৃষ্ণ মিশনের ম্যানেজিং কমিটির সদস্য প্রদীপ কুমার আচার্য্য, নারায়ণগঞ্জ এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একেকজন মানুষ একেকটি ব্যক্তিত্ব। যে মানুষ যে ধরনের, সেটিই তার ব্যক্তিত্ব এবং সেটিই তার আচরন, অনুভূতি ও চিন্তায় প্রকাশ পায়। স্বামী বিবেকান্দের মতে, আমাদের ব্যক্তিত্ব পাঁচটি আবরণে ঢাকা। এগুলো হলো দৈহিক আবরণ, প্রাণময় আবরণ, মনোময় আবরণ, বিজ্ঞানময় আবরণ ও আনন্দময় আবরণ। এই পাঁচটি আবরণ আমাদের দিব্য স্বরূপকে পর্যায়ক্রমে ঢেকে রেখেছে।
স্বামীজির মতে, নি:স্বর্থ সেবাই চারিত্রিক উন্নতির সর্বশ্রেষ্ঠ সোপান। এই সেবা আর ত্যাগই আমাদের জাতীয় শক্তি। এই দুই বিষয় উন্নতি করলে অবশিষ্ট সব কিছু আপনা আপনি উন্নত হয়ে যাবে। আর এ দুটি বিষয় উন্নতি করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই পারে মানুষকে তার পরিপূর্ণ চারিত্রিক শ্রেষ্ঠত্ব প্রদান করতে।