বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী দেহ তল্লাশী করে ৮৪ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মঙ্গলবার রাতে বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড ও মুরাদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ২৯(৭)১৮ ও ৩০(৭)১৮। থানা সূত্র জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস মঙ্গলবার রাতে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর র্যালী আবাসিক এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী জাকির হোসেন সুমন (৩৩) ও দড়িসোনাকান্দা এলাকার গোলাপ হোসেনের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী রিফাত (২০)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও একই পুলিশ একই রাতে বন্দর থানার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার আলী আকবর মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রাসেল (২৭)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।