বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি এবং আড়াইহাজার থানা বিএনপির সভাপতি আলহাজ্ব বদরুজ্জামান খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব ।
বুধবার ( ১১ জুলাই ) এক শোকবার্তায় জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব বলেন, প্রয়াত বিএনপির নেতা বদরুজ্জামান খসরু ছিলেন দলের একজন পুরাতন,পরীক্ষিত নেতা । তার এই অকাল মৃত্যুতে আমরা একজন অভিভাবক কে হারিয়েছি । আমরা এই প্রয়াত নেতার রূহের মাগফিরাত কামনা করছি । এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আলহাজ্ব বদরুজ্জামান খসরু । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।