চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পারচৌকা এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আব্দুল বারি(২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল বারি পারচৌকা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম জানন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আজ রবিবার ভোরে ৫ টার দিকে আব্দুল বারির বাড়িতে তল্লাশী চালিয়ে ২টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করে এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ি আব্দুল বারিকে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।