বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় একটি কার্গো খাদে পরে এক জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার পোনাব এলাকায় এ সংঘর্ষে ঘটনা ঘটে।
হাইওয়ের পুলিশের উপ-পরিদর্শক জানান, পোনাবোর এশিয়ান ডুপলেক্স হাউজিং-এর সামনে সকালে দিকে চট্রগ্রামগামী একটি ট্রাক ঢাকা-মেট্রো-ট-১১-৭৬০৯ সঙ্গে গাজীপুরগামী একটি রয়েল স্প্রীড কার্গো সার্ভিসেস বগুড়া-ট-১১-১৮৪১ নং গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে কার্গোটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এসময় পোনাব থেকে হেটে আসা ৫ জন পথচারীকে চাপা দিয়ে কার্গোটি এশিয়ান হাইওয়ের খাদে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয়। তবে নিহত নাম পরিচয় পাওয়া যায় নি।
আহতরা হলেন, গনি, বাবুল , তারনী, লিটন বিশ্বাস। আহতদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মরদেহটি হেফাজতের নেওয়া হয়েছে।