স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ্যণ্ড সাজাপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় যে কোন সময় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নিজামী প্রাণভিক্ষা না চাইলে যেকোন মুহূর্তে ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসি কার্যকরের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, সেসব চলছে।
এদিকে দণ্ড কার্যকরে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে জল্লাদ রাজুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। মঙ্গলবার দুপুর তিনটায় কারারক্ষীদের প্রহরায় প্রিজন ভ্যানে করে এনে রাজুকে কারাগারের ভেতরে নেয়া হয়েছে। রিভিউ (রায় পুনর্বিবেচনা) খারিজের পূর্ণাঙ্গ রায় গতকাল সোমবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির (কনডেমড) সেলে থাকা নিজামীকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
এরপর চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন। রায় কার্যকরকে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারের নিয়মিত নিরাপত্তারক্ষীদের পাশাপাশি র্যাব এবং পুলিশ সদস্যরা কারাফটক এলাকায় গতকাল রাত থেকে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজর রাখছেন ওই এলাকায়।