স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
বর্তমান অবৈধ সরকারকে উৎখাত করতে দেশের জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘বর্তমান এই সরকার জনসমর্থনহীন। তাদেরকে দেশের জনগণ এখন আর সমর্থন করে না। সুতরাং তাদের উৎখাত করার জন্য দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রের প্রয়োজন নেই। এমনিতেই তারা উৎখাত হয়ে যাবে।’
রিজভী পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বলেন, নীল নকশার অংশ হিসেবে বিএনপি বিদেশিদের সহায়তায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে না। মন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ও বানোয়াট। দেশের জনগণ থাকতে বিএনপি কখনোই অবৈধ সরকারকে উৎখাত করতে বিদেশিদের সঙ্গে অথবা বিএনপি ষড়যন্ত্র করবে না।
তিনি আরো বলেন, ‘বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে। তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করবে? বরং আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দল। জনগণ থেকে তারা একেবারেই দূরে চলে গেছে। আমরা জনগণের সঙ্গে আছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।