স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কার্যকর করা হবে।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা থেকে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজামীর করা রিভিউ আবেদন খারিজ করে দেন। আপিল বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রায় কার্যকরের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির কাছে নিজামী যদি প্রাণ ভিক্ষা না চায় তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।
নিজামীকে ফাঁসীর উদ্দেশ্যে কেন্দ্রীয় কারাগারে আনা হয়নি উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, কারাগারে কয়েদি আনা নেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া।
এর আগে ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া এবং ইতিহাস ও সংস্কৃতি বিকৃতি রোধে সচেতনতা বৃদ্ধি লক্ষে ‘সাধনা সংসদ ফাউন্ডেশন’ এ আলোচনা সভায় সম্মাননা প্রদান করেন তিনি।
এসময় ড. ওয়াজেদ মিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাস ও সংস্কৃতি বিকৃতির যে চর্চা শুরু হয়েছিল দেশে তা থেকে মুক্ত হওয়ার আহ্বাবান জানিয়েছিলেন এই মহান বিজ্ঞানী। কারণ তিনি অনুধাবন করেছিলেন এইটি জাতিকে বিভ্রান্তিতে ফেলার সহজ উপায় তার ইতিহাস ও সংস্কৃতিকে বিকৃত করা। আমরা তার সেই চেতনাকে লালনকরে সঠিক ইতিহাসের পথে এগিয়ে যাওয়ার মাধ্যমে সব সময় স্বরণ করবো তাকে।
আয়োজক সংগঠনের সাভাপতি ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এবং ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগের সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমতির সভাপতি আধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, আয়োজক সংগঠনের নির্বাহী সভাপতি আলী নিয়ামত, সাবেক অর্থসম্পাদক আশিকুল ইসলাম প্রমুখ।