স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামী যদি প্রাণ ভিক্ষা না চান তবে সরকার যে কোনো সময় রায় কার্যকর করতে পারবে।
সোমবার বিকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা বলেন।
তিনি বলেন, কবে কোন সময় রায় কার্যকর হবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের বিষয়, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তবে প্রাণ ভিক্ষা না চাইলে রায় যেকোনো সময় কার্যকর করা যেতে পারে।