চাঁপাইনবাবগঞ্জ,বিজয় বার্তা ২৪
অত্র ব্যাটালিয়নের কিরণগঞ্জ বিওপি কর্তৃক সীমান্তের মেইন পিলার ১৮০ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর এলাকা হতে ৭০ বোতল ফেন্সিডিল আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কিরণগঞ্জ বিওপি’র একটি টহল হাবিলদার মোঃ মোসলেম উদ্দিন এর নেতৃত্বে অদ্য ০৮ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় সীমান্তের মেইন পিলার ১৮০ এর নিকটে ফাঁদ পেতে বসে থাকে। রাত আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় একদল মাদক চোরাকারবারী ফেন্সিডিল নিয়ে টহল দলের নিকটবর্তী হলে টহল দল সুকৌশলে দুঃসাহসিকতার সাথে চোরাকারবারীদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা আতংকিত হয়ে ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন মোট ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২৮,০০০/-। উদ্ধারকৃত ফেন্সিডিল সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে জমা করা হবে।