নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি’র ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আজীজুল হক বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হলেও দলীয় প্রতীক লাঙ্গল পাননি তিনি। ফলে কলাগাছিয়া ইউনিয়নের জাপা নেতাদের সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতকাল বিকেলে বন্দর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়ন দাখিল করেন। এ সময় তার সাথে নজরুল ইসলাম বাচ্চু ও নুরুণনবী ওসমানীসহ অসংখ্য জাপা নেতা নেতা উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি’র জন্মলগ্ন থেকে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে দলের নিবেদিত কর্মী হয়ে নিঃস্বার্থভাবে কাজ করেও দলীয় প্রতীক থেকে বঞ্চিত হওয়ায় এবং দলীয় প্রতীক দলে নব্য যোগদানকারী তেল চোর, চরিত্রহীন লম্পট, বিচারের নামে প্রহসনকারী ও পরের জমি জবরদখলকারী বিতর্কিত চেয়ারম্যন দেলোয়ার প্রধানকে দেয়ায় প্রকৃত জাপা নেতা আজীজুলের পাশে উপস্থিত নেতৃবৃন্দরা স্থানীয় এমপি আলহাজ্ব সেলিম ওসমানসহ জেলা জাতীয় পার্টি’র নীতি নির্ধারকদের প্রতি অত্যন্ত ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।
উপস্থিত নেতা-কর্মীরা আরও বলেন,জাতীয় পার্টি’র সাবেক প্রেসিডিয়াম সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের কাছে সন্তানের মত প্রিয় ছিলেন নেতা আজীজুল হক। তাছাড়া জাতীয় পার্টি’র নিঃস্বার্থ কর্মী হিসেবে লাঙ্গল প্রতীকের যৌক্তিক দাবীদার ও মোঃ আজীজুল হক। কিন্তু দলীয় প্রতীক তাঁকে না দিয়ে বিতর্কিত প্রার্থীকে দেয়ায় ঐ ক্ষুব্দ জাপা নেতারা সকলে ঐক্যবদ্ধভাবে স্বতন্ত্র প্রার্থী মোঃ আজীজুল হকের জন্য মাঠে নেমেছেন এবং জয়-পরাজয় যাই হোক তারা দলের দূর্দিনে একসাথে রাজপথে সহযোদ্ধা হিসেবে পাশে থাকা জাতীয় পার্টি’র লড়াকু সৈনিক মোঃ আজীজুল হকের এই ভোটের যুদ্ধেও বলিষ্ঠ কর্মী হিসেবে পাশে থাকার ঘোষণা দেন।
জাতীয় পার্টি’র ঐ ক্ষুব্দ নেতা-কর্মীরা এই প্রতিবেদককে বলেন, আজ নাসিম ভাই নেই কিন্তু শিক্ষা এবং আদর্শ আমাদের সঙ্গে আছে। আমরা শুধু জাতীয় পার্টি নই আমরা প্রয়াত নেতা আলহাজ্ব নাসিম ওসমানের আদর শাসনে গড়া নাসিম পার্টি’র নেতা। তিনি আমাদের সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ থাকলে জয়-পরাজয় ভাগ্যে যাই আসুক অন্তত আমাদের পিতৃতুল্য নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের আত্মা শান্তি পাবে বলে আমরা বিশ্বাস করি। তবে তারা স্থানীয় এমপি ও প্রশাসনের কাছে আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে সাধারণ ভোটারের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হবে, সেই সাথে সঠিক গণনায় সত্য ফলাফর ঘোষণা করা হবে সে প্রত্যাশা করেন।