গাইবান্ধা,বিজয় বার্তা ২৪
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম নওশার (ঘোড়া) কর্মী-সমর্থকদের সাথে পুলিশ, বিজিপি আনসার ব্যাটেলিয়ানদের সংর্ঘষে এক জন নিহত ও ইউএনও, এএসপি এবং ওসিসহ ৩০ জন আহত হয়েছে।
রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বন্দরের ফাইভ ষ্টার মোড় এলাকায় শনিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। নিহত লেবু মন্ডল (৩২) স্থানীয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৪র্থ শ্রেণীর কর্মচারী (নৈশ্য প্রহরী) ও পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলা জামদানি গ্রামের অ¦দুল কাদের মন্ডলের ছেলে। আহতরা হল, ভারপ্রাপ্ত ইউএনও আবু রায়হান দোলন, এএসপি রবিউল ইসলাম, ওসি ফরহাদ ইমরুল কায়েস সহ কমপক্ষে বিক্ষোভকারী ও আইন শৃংখলা বাহিনীর ৩০ সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধাপেরহাট ইউনিয়নের ১২ টি ভোট কেন্দ্রের মধ্যে ১০ টি কেন্দ্রের ফলাফল স্থানীয়ভাবে ঘোষনা করা হয়। কিন্তু অপর দুইটি মধ্য নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আরাজী ছত্রগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল ঘোষনা না করে বিকাল থেকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোস্তাফিজের নেতৃত্বে উপজেলা সদরে কন্টোল রুমে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু স্থানীদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। পরে উপজেলা সদরে ফলাফল ঘোষনা করতে বিলম্ব করায় কারচুপি করার গুজব উঠে। এতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম নওশার কর্মী-সমর্থকরা সন্ধ্যা সাড়ে ৭ টায় রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাজার এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে। খবর পেয়ে রাত ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলনের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনছারা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত করার চেষ্টা করেন। এসময় অবরোধকারীরা বিক্ষোভ করে পুলিশের দু’টি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরাও। ওই সময় মহাসড়কের পশ্চিম ধারে অবস্থিত স্থানীয় রাজশাহী কৃষি ব্যাংকের দোতালায় অবস্থানরত লেবু মন্ডল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১১টায় মারা যায়। এছাড়াও আহত হয় আরও ৩০ জন।
ওসি ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যত্যা স্বীকার করে জানান, বিক্ষোভকারীরা ইউএনও ও আইন শৃংখলা বাহিনীর উপর হামলা করায় এ ঘটনা ঘটে।
প্রসঙ্গত উলে¬খ্য যে, রাত সাড়ে ১২ টায় ফলাফল ঘোষনা করা হলে আ’লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম নওশা আ’লীগ মনোনীত প্রার্থী মিন্টুর চেয়ে ১ হাজার ১শ’ ৮৯ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।