চট্টগ্রাম,বিজয় বার্তা ২৪
ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেপ্তারকৃত চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির মুক্তির দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা রনির মুক্তি চেয়ে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ করে। সমাবেশে অবিলম্বে রনিকে মুক্তি দেওয়া না হলে পুরো চট্টগ্রাম অচল করে দেওয়ার হুমকি দেন ছাত্রলীগ নেতারা।
পরে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আইনগত প্রক্রিয়ায় রনিকে মুক্ত করতে সহায়তা করা হবে বলে আশ্বাস প্রদান করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।
চট্টগ্রাম আদালত ভবনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, রনি আওয়ামী লীগের গ্রুপিং রাজনীতির শিকার। আমরা বিশ্বাস করি না, তিনি অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করবেন। রনিকে উৎখাতে জামায়াত-শিবিরের এজেন্টরা এ ঘটনা ঘটিয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন- সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজুর রহমান, ইলিয়াস উদ্দিন, জিল্লুর রহমান, নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, যুবলীগ নেতা হেলাল উদ্দিন, কোতোয়ালি থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর ও নগর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।
উল্লেখ্য, শনিবার হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলার মির্জাপুর কেন্দ্র থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ একজন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনিকে গ্রেপ্তার করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রনিকে ২ বছরের কারাদণ্ড দিয়ে রোববার সকালে কারাগারে প্রেরণ করা হয়।