খেলাধূলাডেস্ক,বিজয় বার্তা ২৪
আইপিএলের আগের আসরগুলোতে সাকিব আল হাসানকে নিয়ে চলত মাতামাতি। এবার অবশ্য সাকিবের আলো নিজের দিকে টেনে নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
সাকিবের ম্যাচের চেয়ে এখন মুস্তাফিজের ম্যাচ দেখার আগ্রহ বেশি বাংলাদেশের ক্রিকেটভক্তদের। রোববারের ম্যাচের আগে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন মুস্তাফিজ।
সাকিব অবশ্য নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তারপরও যে কয়টি ম্যাচ খেলেছেন তাতেও সেরা ইকোনোমি রেটের দিক দিয়ে আলোচনায় সাকিব।
উইকেট শিকারের দিক দিয়ে মুস্তাফিজ কিংবা সাকিব শীর্ষে না থাকলেও আইপিএলের সেরা ইকোনোমি রেটের দিক দিয়ে শীর্ষে আছেন বাংলাদেশি দুই তারকা। সেরা ইকোনোমি রেটের দিক দিয়ে শীর্ষে আছেন মুস্তাফিজ। তার পরেই রয়েছেন সাকিব আল হাসান।
চলতি আইপিএলে কমপক্ষে ১০ ওভার বল করা বোলারদের ইকোনোমি রেটের তালিকায় ৬.২৩ ইকোনোমি নিয়ে শীর্ষে আছেন মুস্তাফিজ। ৬.৫২ রেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।
রোববারের ম্যাচের আগ পর্যন্ত ৩০ ওভার বল করেছেন মুস্তাফিজ। ৩০ ওভারে ৬.২৩ গড়ে ১৮৭ রান দিয়েছেন তিনি। উইকেট নিয়েছেন ১০টি। অন্যদিকে সাকিব ৫ ম্যাচ খেলে ১৭ ওভার বল করেছেন। ৬.৫২ রেটে তিনি দিয়েছেন ১১১ রান। উইকেট নিয়েছেন ২টি।
সেরা ইকোনোমি রেটের শীর্ষ ৫ বোলার
নাম দল ইকোনোমিক রেট
১. মুস্তাফিজুর রহমান সানরাইজার্স ৬.২৩
২. সাকিব আল হাসান কলকাতা ৬.৫২
৩. ইমরান তাহির দিল্লি ৬.৫৮
৪. ক্রিস মরিস দিল্লি ৬.৮৩
৫. সন্দীপ শর্মা পাঞ্জাব ৬.৮৭।