বিনোদন ডেস্ক,বিজয় বার্তা ২৪
জনপ্রিয় পপ গায়িকা ও অভিনেত্রী রিটা ওরা। নানা সময় পোশাকের কারণে আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি টপলেস হয়ে ফটোশুট করেছেন এ অভিনেত্রী।
একটি ফরাসি ম্যাগাজিনের কভারের জন্য এ ফটোশুট করেছেন তিনি। ফটোগ্রাফার টেরি রিচার্ডসন তার এ ফটোশুট করেন।
প্রকাশিত এ স্থিরচিত্রে দেখা যায়, রিটা তার বক্ষ প্রদর্শন করছেন। তার গলায় একটি চেইন। তাতে ‘R’ লেখা পেনডেন্ট ঝুলছে। মেক আপ বলতে, লাল নেল পেন্ট আর কালো স্মোকি আইজ।
এই ফটোগ্রাফার রিটার আরো একটি ফটো শেয়ার করেছেন। সেখানেও রিটাকে গ্রে-ব্যান্ড টি-শার্টে দেখা গেছে।
রিটার টপলেস স্থিরচিত্র
কয়েক সপ্তাহ আগে ফটোশুটের জন্য তিনি একটি হোটেলে গিয়েছিলেন। সেখানেই ছবিটি তোলা হয়েছে।