বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির লোকজনদের জিম্মি করে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
জানাগেছে,২২এপ্রিল দিবাগত রাত ১টার সময় উপজেলার ব্রাহ্মন্দী ইউণিয়নের বৈলারকান্দী গ্রামে একযোগে পাশাপাশি ৩বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রাতে ২৫/৩০ জনের ডাকাতদল ঐ এলাকার আসাদ মিয়ার ছেলে গ্যাস ব্যবসায়ী দুলাল মুন্সি, আবু ছাইদ ভুইয়ার ছেলে হালিম ভুইয়া ও জহিরুল ইসলাম ভুইয়ার তিনটি বাড়ি ঘেরাও করে এক একে তিন বাড়ির দালানের লোহার গেইট ও দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে বাড়ির লোকজনদের ধারালো অস্ত্রে মুখে ও হাত-পা বেঁধে জিম্মি করে দুলাল মুন্সির বাড়ি থেকে নগদ ৪০ হাজার টাকা,৪ভরি ওজনের স্বর্ণালংকার সহ বিপুল পরিমান মালামাল,হালিম ভুইয়ার বাড়ি থেকে ২ভরি ওজনের স্বর্ণালংকার সহ বহু মালামাল ও তার ভাই জহিরুল ইসলাম ভুইয়ার বাড়ি থেকে বেশ কয়েকটি মোবাইল সেট ও মূর্যবান মালামাল লুট করে নিয়ে যায। হালিম ভুইয়া জানান,ডাকাতরা প্রায় ১ঘন্টাব্যাপী সময় নিয়ে ডাকাতি করে। তাদের হইহুল্লুরে আশেপাশের বাড়ির লোকজন টের পেয়ে যাওয়াতে তার ভাই জহিরুল ইসলাম ভুইয়ার বাড়ি থেতে ডাকাতদল দ্রæত পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর(তদন্ত) সফিকুল ইসলাম জানান,ডাকাতির ঘটনা তার জানা নাই। তবে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।