বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পুরিয়া হেরোইন,৫শ‘ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লার মডেল থানার ডিউটি অফিসার এস, আই আ.সালাম জানান, গত ২১ এপ্রিল রাতে এস,আই কাজী এনামুল হক গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযান চালিয়ে ১শ‘৮০ পুরিয়া হেরোইনসহ জসিম উদ্দিন জসু (৬৫) কে গ্রেপ্তার করেছে। জসু মাসদাইর গুদারাঘাট এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
এস,আই কামরুল হাসান গত ২১ এপ্রিল রাতে কুতুবপুর নন্দলালপুর নাককাটাবাড়ি এলাকা থেকে ৫শ গ্রাম গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার সোহারব হোসেনের ছেলে জাফর আলী (২৭),মুন্সীগঞ্জ জেলা ও থানার ঢালীকান্দি এলাকার মোহাম্মদ আরীর ছেলে বিপ্লব হোসেন টিক্কা (৪২) কে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।