বিজয় বার্তা ২৪ ডট কম
চাষাড়া- আদমজী সড়কের চৌধুরী বাড়ি বাসষ্ট্যান্ডে নিত্যদিন তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে এ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, স্কুল বাস,পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি।
যানজটের কারণে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। ক্ষতি হচ্ছে পণ্যবাহী ট্রাক মালামাল। তাছাড়া তিনি উচ্চ বিদ্যালয়,২টি মাদ্রাসা,৫টি কিন্ডার গার্ডেনের শত শত শিক্ষার্থী রাস্তা পাড় হতে পারেনা। হলে প্রতিদিন শিক্ষার্থীদের সাথে বাস চালকদের মামামালী ঘটে থাকে বলে জানায় এলাকাবাসী।
এবিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের এক কর্মকর্তা বলেন,সড়ক ও জনপদের জায়গা দখল করে প্রভাবশালী মহলটি চৌধুরী বাড়িতে দোকানপাট গড়ে তুলা ও রাস্তায় গর্ত তৈরি হয় এ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে সড়ক ও জনপদের জায়গা দখল মুক্ত করা হবে।
এলাকাবাসী জানায়, চৌধুরী বাড়ি বাসষ্ট্যান্ড দিয়ে গোদনাইল উচ্চ বিদ্যালয়,লক্ষীণারায়ণ উচ্চ বিদ্যালয়, চিত্তরঞ্জণ উচ্চ বিদ্যালয়,কয়েকটি মাদ্রাসা ও কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। প্রতিদিন শতশত শিক্ষার্থী সকালে,দুপুর ও বিকালে স্কুল ছুটির সময় রাস্তা পার হতে পারেনা শিক্ষার্থীরা। এনিয়ে গাড়ির চালক দের সাথে শিক্ষার্থীদের মারামারি হয় প্রতিদিন। কিন্তু সরকারী জায়গা অবৈধ ভাবে দখল করে দোকারপাট গড়ে রাস্তাটি ছোট করেছে প্রশাসন তাদের কিছু বলেনা। আমরা অভিলম্বে সরকারী জায়গা দখল মুক্ত চাই। ও রাস্তা বড় করতে প্রশাসনের প্রতি আহবান করছি।
যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ সড়কটি দিয়ে ছোট বড় অনেক গাড়ি চলাচল করে। তার উপর রাস্তার উপর দোকান পাট থাকায় ও অটোবাইক রাস্তার উপ দার করি রাখা এবং সড়কটি দুপাশে গাড়ি দারকরানোর কারনেই এ যানজটের সৃষ্টি। এ বাসষ্ট্যান্ডে পার হতে দু’মিটিন সময় লাড়ে অথচ এই রাস্তাটুকু পাড়ি দিতে ১ থেকে দেড় ঘণ্টা সময় লাগে। এতে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ে। তেমনি আমাদের গাড়ি জমার টাকাও উঠেনা। এসড়কে চলাচল রত দুরর্ন্ত গাড়িতে চড়ে ছেলে ও মেয়েকে নিয়ে চাষাড়া আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন গোদনাইলে এলাকার এলাকার রহিম উদ্দিন (৪৭)। তিনি বলেন, বাচ্চাগুলা কাঁদেছে। বমি করছে। আধা ঘন্টা ধরে গাড়িতে বসে আসি। খুব সমস্যা হইত্যাছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক সার্জেন্টনের এক কর্মকতা বলেন, চৌধুরী বাড়ি বাসষ্ট্যান্ড এলাকার সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন স্বাভাবিকভাবে না চলতে পারায় জটের সৃষ্টি হচ্ছে। এখানে স্থায়ী ভাবে ট্রাফিক দেওয়া দরকার।
সড়ক ও জনপথ (সওজ) এক কর্মকর্তা নাম প্রকাশ নাকরা শর্তে বলেন, আবহাওয়া ভালো হওয়ার পর জরুরিভাবে গর্তগুলোর মেরামত কাজ শুরু করবো। আর দ্রুত সময়ের মধ্যে (সওজ) দখল করা জায়গা মুক্ত করে রাস্তাটি প্রসস্ত্য করার জন্য মন্ত্রনালয়ে লিখিত পাঠানো হবে।