নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে ডাইংয়ের দূষিত ব্যর্জ ও পানি ফেলতে কারখানা মালিকদের অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান। যদি কোন কারখানা মালিক ইটিপি করা ছাড়া ডাইংয়ের পানি নদীতে অপসারন করেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
রোববার ৮ জুলাই মুছাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামে জহরপুর আলফাতাহ্ দারুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও এতিম খানার দ্বিতীয় তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে গেলে এলাকাবাসী তার কাছে ব্রহ্মপুত্র নদে ধামগড়ের টোটাল ফ্যাশন সহ মোট ৩টি শিল্প পোশাক কারখানার দূষিত পানি ব্রহ্মপুত্র নদে অপসারন করা হচ্ছে বলে অভিযোগ করেন।
যার ফলে ব্রহ্মপুত্র নদের পানি দূষিত হয়ে পচন ধরেছে। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সরেজমিনে নদের পাড় দেখেন এবং পানিতে র্দুগন্ধের সত্যতা পান।
পোশাক কারখানার মালিকদের প্রতি অনুরোধ রেখে সাংবাদিকদের কাছে সেলিম ওসমান বলেন, ইটিপি ছাড়া সরাসরি ডাইংয়ের পানি নদীতে অপসারন করা আইনত অপরাধ। যদি কোন কারখানা মালিক ইটিপি ছাড়া ডাইংয়ের পানি ব্রহ্মপুত্র নদে অপসারন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা এ হবে। বিষয়টি সরকারী সংশ্লিষ্ট দপ্তরকে খতিয়ে দেখার আহবান জানাচ্ছি।
পাশাপাশি কারখানা মালিকদের উদ্দেশ্য বলছি কোন অবস্থাতেই ইটিপি ছাড়া কারখানার দূষিত পানি নদীতে অপসারন করা যাবে না। যদি কোন কারখানা মালিক নদী দূষনের সাথে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে