বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কারাবন্দি বিএনপির সকল নেতাকর্মীদের শারীরিক সুস্থতা কামনা এবং আন্দোলন সংগ্রামে বিএনপির যে সকল নেতাকর্মী গুম খুন ও হত্যার শিকার হয়েছে সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৬ এপ্রিল ) বাদ মাগরিব কাঁচপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সোনারগাঁ থানা ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
সোনারগাঁ থানা ছাত্রদল নেতা হাজী রুবেল হোসাইন’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা তরুণ দলের সভাপতি মোঃ আলমগীর বাদশ, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাসেল, মতিন, রিয়াজ, ইকবাল, ফরহাদ, মিজান, হালিম, সাহাজুদ্দিন, বাসার, বিল্লাল, আমিনুল, তাওলাদ, রফিক, সম্রাট সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দি নেতাকর্মীদের শারীরিক সুস্থতা কামনা ও মৃত্যুবরণকৃত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।