বিনোদনডেস্ক,বিজয় বার্তা ২৪
প্রেম তো তার থেমে থাকেনি কখনই। শুধু বিয়েটাই না হয় করেননি। তাই বলে শেষ পর্যন্ত ‘ব্যাচেলর’ তকমাটা খুঁইয়েই ফেলবেন বলিউড তারকা সালমান খান!
৫০ বছর বয়সী সাল্লুর বিয়ে নিয়ে মাঝেমধ্যেই গুজব রটে। খুব শিগগিরই বিয়ের বিয়ের পিঁড়িতে বসবেন তিনি, এমন কথাও শোনা যায় হরহামেশাই। কিন্তু এবারের খবরের কিছুটা ভিত্তি আছে বলেই ধারণা করা হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এখনও দেশের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর নাম সালমান খান। গত ডিসেম্বরেই ৫০ পেরিয়েছেন। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই সালমান তার ‘ব্যাচেলরহুড’কে গুডবাই জানাতে চলেছেন।
এ বছরের শেষেই বিয়ে করছেন সালমান। কিন্তু কাকে বিয়ে করছেন তিনি? সব জল্পনা ছাপিয়ে এই আলোচনায় এখন বলিউড পাড়ায়। তাহলে কি রোমানিয়ান টিভি উপস্থাপক বান্ধবী লুলিয়া ভান্তুরকেই নাকি বিয়ে করছেন ‘বজরঙ্গি ভাইজান’।
মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়, ‘সুলতান’ এর সেট থেকে শুরু করে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস, লুলিয়াকে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে প্রায় সর্বত্র। শুধু তা-ই নয়, দুবাইয়ে একটি গ্রহরত্নের দোকানে দু’জনকে দেখা গেছে সম্প্রতি।
একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মুম্বাই মিরর বলছে, সব মিলিয়ে লুলিয়াকে ঘিরেই জল্পনা বেশি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে লুলিয়ার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়ছেন বলিউড তারকা সালমান।