বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর থানার রাজনৈতিক মামলায় আদালতে জামিননামা দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম ।
বৃহস্পতিবার ( ২৯ মার্চ ) সকালে শাহ আলম তার আইনজীবীদের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের জামিননামা দাখিল করেন । এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন তিনি ।
মোঃ শাহ আলমের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, নারায়ণগঞ্জ সদর থানার রাজনৈতিক মামলায উচ্চ আদালতে জামিনে ছিলেন । আজকে তিনি তার জামিননামা জেলা ও দায়রা জজ আদালতে দাখিল করেন । এটি একটি সাজানো মামলা । এ ধরনের মামলার কোন ভিত্তি নাই । আমি আশা করি নিম্ন আদালতে এই জামিন বহাল থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি সহ ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।