বিজয় দিবস ২৪ ডট কম
সামাজিক প্রচারাভিযান স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্ৰাম ( সেইপ ) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ২৯ মার্চ ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও পায়াকট বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া আরও উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান, জেলা নেজারত ডেপুটি কালেক্টর জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, পায়াকট বাংলাদেশ প্রজেক্ট কর্ননিটর মোঃ জিয়া উদ্দিন, স্যোশাল মার্কেটিং অফিসার আরিফুল হক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান হাজী শওকত আলী, জেলা পরিষদের সদস্য এড. পারভীন আক্তার কবিতা, নাসিক মহিলা কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি, শাওন অংকন, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ জিএম আঃ জব্বার চিশতি, এনজিও নেটওয়ার্কের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ প্রমুখ ।
এ সময় সামাজিক প্রচারাভিযান স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্ৰাম ( সেইপ ) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালার তুলে ধরা হয়েছে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্ৰাম ( সেইপ ) বাস্তবায়ন করছে । ২০১৪ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পের মাধ্যমে ২০২০ সালের মধ্যে দেশে পাঁচ লক্ষ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে । সম্পূর্ণ সরকারি খরচে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে ৭০ শতাংশের চাকরির সুযোগ রাখা হয়েছে । কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ কার্যক্রমে কমপক্ষে ৩০% নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে । সুবিধাবঞ্চিত মানুষ যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর, চর ও হাওরসহ দুর্গম এলাকার অধিবাসী, বিলুপ্ত ছিট মহলের বাসিন্দা ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কমপক্ষে এক লক্ষ জনকে অগ্ৰাধিকার ভিত্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানে সহায়তা করি হবে । এবং প্রশিক্ষণ চলাকালে এ জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি বিশেষ বৃত্তি দেওয়া হচ্ছে ।