বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তাক লাগানো বিশাল র্যালী বের করা হয়েছে।
সোমবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে চাষাঢ়া থেকে বিশাল র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
র্যালী শেষে অয়ন ওসমান বলেন, ২৬ শে মার্চ প্রতিটি বাঙ্গালীর জন্য একটি আনন্দের দিন। এই দিনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। কিছু চক্র স্বাধীনতার ইতিহাস বিকৃতি করতে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের সবার স্বাধীনতা সঠিক ইতিহাস জানতে হবে এবং এর সঠিক ইতিহাস সবার মাঝে পৌছে দিতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি বৃষ্টি ভিজে স্বাধীনতা র্যালীতে অংশগ্রহন করায় সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের আহবায়ক ও তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু, নাছিম মাহামুদ তপন, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগ নেতা শাহারিয়ার বাপ্পী, আহাম্মেদ কাউছার, শুভ রায়, সাখাওয়াত হোসেন সুমিতসহ মহানগর ছাত্রলীগের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।