স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
জাল ভোট, ব্যালট ছিনতাই আর কেন্দ্রের দখল নিতে গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন। শনিবার ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের ভোট চলাকালীন সময়ে রাজশাহীর বাঘমারা, কুমিল্লা ও নরসিংদীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর মধ্যে রাজশাহী বাঘমারায় তিনজন, কুমিল্লায় একজন, নরসিংদীতে একজন ও ঠাকুরগাঁওয়ে গুলিতে যুবক নিহত হন।
রাজশাহী : ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাঘমারার আউশপাড়ায় আওয়ামী লীগ মনোনীত ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৪টায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া ইউনিয়নের আউশপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জনের পরিজয় পাওয়া গেছে, তারা হলেন- সিদ্দিকুর রহমান (২৮) ও জাহিদুল ইসলাম বুলু (৩৫)। নিহত তিনজনই আওয়ামী লীগের কর্মী।
এর আগে সহিংসতার আশঙ্কায় বাঘমারার ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। একইসঙ্গে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠায় স্থানীয় এমপি এনামুল হককে এলাকা ছাড়ারও নির্দেশ দেয়া হয়।
কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভোট কেন্দ্রের সামনে হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের প্রার্থীসহ ছয়জন আহত হয়েছে।
শনিবার ভোট শুরুর পর পর মাধবপুর ইউনিয়নের চানলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কেন্দ্র ইনচার্জ এসআই হুমায়ুন কবীর। নিহত যুবকের নাম তাপসচন্দ্র দাস (২৩) বলে জানালে ও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
এসআই হুমায়ুন বলেন, কেন্দ্রে আসার পথে ওই যুবকের উপর হামলা হয়। এ সময় আওয়ামী লীগ প্রার্থী ফরিদউদ্দিনসহ ছয় জন আহত হয়েছেন।
ওই যুবক আওয়ামী লীগ প্রার্থীর কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন চলাকালিন রায়পুরা উপজেলার শ্রীনগর রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো ৫ জন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরা থানা পুলিশ জানায়, জাল ভোট দেয়াকে কেন্দ্র করে শ্রীনগর রংপুর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী রিয়াজ মোর্শেদ খান রাসেল ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আযান চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এসময় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক সুমন হোসেন নামে এক যুবককে কিরিস দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন টেঁটাবিদ্ধ হন।
আহতদের সবাইকে নরসিংদী হাসপাতালে ভর্তি করা হয়। সুমনের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। নিহত সুমন বিদ্রোহী প্রার্থী আযান চৌধুরীর ভাগিনা।
পুলিশ জানায়, এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেন তারা।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে মাহাবুব হোসেন পল্টু (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ সময় দুইজন গুলিবিদ্ধসহ আরো ছয়জন আহত হন। এদের মধ্যে নাজিম উদ্দিন নামে একজনের অবস্থা আশংকাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে ঐ কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।
তবে স্থানীয়দের দাবি, সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ গুলি ছুড়লে একজনের মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার পর ঐ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন।