নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শুক্রবার মনোনয়নপত্র ক্রয়ের ষষ্ঠ দিনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার বিকেলে মুসাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন স্বপন সতন্ত্র প্রার্থী হিসেবে বন্দর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়ার উপস্থিতিতে রিটার্নিং অফিসারের হাতে ওই মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল্লাহ,মোঃ শাহজাহান ও মোঃ জাফর মিয়া। একই দিনে মুসাপুর ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে ১জন,মেম্বার পদে ৫জন,ধামগড় ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে ১জন নারী এবং মেম্বার পদে ৫জন,কলাগাছিয়ায় সংরক্ষিত ১জন,বন্দর ইউনিয়নে সংরক্ষিত ১জন,মেম্বার পদে ৬জন,মদনপুর ইউনিয়নে সংরক্ষিত ৪জন ও মেম্বার পদে ৫জন প্রার্থী তাদের স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান,ধামগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোঃ শাহ আলম,আব্দুল কাদির,সংরক্ষিত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে হালিমা আক্তার ডলি,মুসাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গোলজার হোসেন মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেছেন। গতকালও সংরক্ষিত ওয়ার্ড ও মেম্বার পদে ২জন মনোননয়ন ক্রয় করেছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী শনিবার পর্যন্ত সর্বমোট ২৪জন চেয়ারম্যান,৪৯জন সংরক্ষিত নারী সদস্য এবং মেম্বার পদে ১শ’৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৯এপ্রিল এসব মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।