বিজয় বার্তা ২৪ ডট কম
জাতিসংঘ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করার বিষয়টি বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উপহার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজিত শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেধার কারনেই বাংলাদেশ পকিস্তান থেকে মুক্ত হয়েছে। তাই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে শিশুরাই বাংলাদেশকে আগামীর অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাবে। কোন অশুভ শক্তি ক্ষমতায় এসে যাতে দেশকে পিছিয়ে নিতে না পারে সেজন্য জাতিকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বার্হী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক, নির্বাহী প্রকৌশলী আজগর হাসেন কাউন্সলর কবির হুসাইনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।