নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর উপজেলা নির্বাচন অফিসারের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও রঙ্গীন ফেষ্টুন,পোষ্টার ও নানান প্রকার প্রচারমূলক প্লে-কার্ড এখনো বহাল রয়েছে। রিটার্নিং অফিসারের কড়াকড়ি নিষধাজ্ঞা ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরাতো মানছেনইনা তার উপরে খোদ নির্বাচন অফিসের ১শ’ গজের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে বড় বড় ফেষ্টুন ও ব্যানার। সরেজমিনে পরিদর্শণে গেলে বন্দর উপজেলা পরিষদের প্রধাণ ফটকের সামনে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের বিশাল ফেষ্টুন সাঁটানো অবস্থায় দেখা যায়। অন্যদিকে দেয়ালে পোষ্টার আঠা দিয়ে লাগানোর নিয়ম না থাকলেও জনৈক নারী মেম্বার প্রার্থী মাহমুদা আক্তার পান্না’র বেশ কয়েকটি পোষ্টার উপজেলা পরিষদের দেয়ালসহ আশ পাশের প্রতিটি দেয়া শোভা পেতে দেখা যায়। বারংবার বলার পরও নিয়মনীতির তোয়াক্কা করছেনা প্রার্থীদের কেউই। একের পর এক আচরণ বিধি লঙ্ঘণ করার পরও উপজেলা রিটার্নিং অফিসারদের কঠোর কোন পদক্ষপ অদ্যাবধি পরিলক্ষিত হচ্ছেনা।