নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার ঘারমোড়ায় নানা কর্মসূচীর পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআন খানি,বাদ জোহর স্মরণসভা,গরীবভোজ এবং পরিশেষে মরহুমের বিদেহী রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল। স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সানাউল্লাহ সানু,সদস্য সচিব আকরাম আলী শাহিন,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির ১ম যুগ্ম সম্পাদক তথা আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আজিজুল হক আজিজ,নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিমউদ্দিন প্রধাণ,হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মেম্বার,বিশ্বনবী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিং বডি’র সভাপতি সরদার আবু তালেব মেম্বার,জাতীয় পার্টির নেতা নূরন্নবী ওসমানী,সফিকুল ইসলাম ঢালী(শফি মেম্বার) ও মোঃ এম এ সালাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন দেওয়ানজী,আওয়ামীলীগ নেতা কাজী এনসালক,মুক্তারউদ্দিন মুক্তু,হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র সদস্য মোঃ ফিরোজ মিয়া,জাতীয় পার্টির নেতা ও স্থানীয় ওয়ার্ড মেম্বার প্রার্থী মোহাম্মদ সেলিম,ডাঃ ফারুক আহমেদ,ডাঃ বকুল পারভেজ,আনিসুর রহমান লিখন,জসিমউদ্দিন মাতবর,মনির হোসেন মেম্বার প্রমুখ। পরিশেষে নাসিম ওসমানের বিদেহী আতœার মাগফেরাত কামনায় তাঁর বলিষ্ঠ সৈনিক আজিজুল হক দোয়া পরিচালনার করেন। সভাপতির বক্তব্যে বাচ্চু মিয়ার বলেন,নাসিম ওসমান ছিলেন আমাদের প্রাণের স্পন্দন। তাঁর মৃত্যুতে আজ আমরা অভিভাবকহীন। নাসিম ওসমানের মতো নেতার আবির্ভাব বাংলার জমিনে ইহজনমেও হবেনা। নাসিম ওসমান ছিলেন আমাদের রাজনীতির জনক। রাজনীতিতে মহান পুরুষ নাসিম ওসমানই আমাদের জন্ম দিয়েছেন।