স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি সন্ত্রাসবাদ নিয়ে অনেকে খেলতে চাইবে। কিন্তু সেই খেলা আমি খেলতে দেবো না। এ দেশে জঙ্গি সন্ত্রাসবাদের কোনো স্থান নেই।
বৃহস্পতিবার রাতে ১০ম জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সজীব ওয়াজেদ জয়ের সম্পদ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে তথ্য দিয়েছেন তা মিথ্যা। ইতোমধ্যে জয় বিএনপি চেয়ারপারসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই তথ্যের সত্যতা প্রমাণের জন্য। আশা করি, বিএনপি চেয়ারপারসন চ্যালেঞ্জের জবাব দেবেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বিএনপি-জামায়াত জোট তাকে অনেকবার হত্যার ষড়যন্ত্র করেছে। কিন্তু সফল হতে পারেনি। এখন তারা জয়কে হত্যার ষড়যন্ত্র করছে। যুক্তরাষ্ট্রে জয়কে হত্যার, অপহরণের ষড়যন্ত্র হয়েছিল। এটা যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণিত। সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সেই ষড়যন্ত্রের সঙ্গে ছিলেন। তারা দুজন জড়িত। যুক্তরাষ্ট্রে বিএনপি নেতার ছেলে এফবিআই এজেন্টকে টাকা দিয়ে কিনে ফেলেছিল।
আদালতে খালেদা জিয়ার হাজিরা না দেয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আমার নামেও মামলা হয়েছিল, আমি তখন বিদেশে ছিলাম। আমি বলেছিলাম আমি মামলা মোকাবিলা করবো। তারপরে আমাকে দেশে আসাতে বাধা দেয়ার চেষ্টা করা হলো। জীবনের হুমকি দেয়া হল। আমি কিন্তু ফিরে এসেছি, সৎ সাহস ছিল বলেই মামলা মোকাবিলা করতে পেরেছি। আজ আমার প্রশ্ন, বিএনপি নেত্রী সোহরাওয়ার্দি উদ্যানে গিয়ে বক্তৃতা দিতে পারেন, সংবাদ সম্মেলন করতে পারেন। কিন্তু আদালতে হাজিরা দেয়ার সময় অসুস্থা থাকেন। চোরের মন পুলিশ পুলিশ। আসলে উনার আত্মবিশ্বাস নেই বলেই মামলা মোকাবিলা করতে ভয় পান।
জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই মাটিতে কোনো জঙ্গীবাদ সন্ত্রাসবাদের স্থান নেই। ইউনিয়ন উপজেলা ও জেলাসহ যে যেখানে আছেন সজাগ থাকবেন। কারো ছেলে-মেয়ে যেন এই ধরনের সন্ত্রাসী তৎপরাতর সাথে যুক্ত হতে না পারে। ইমামদের প্রতি আহ্বান জানাই জঙ্গিবাদ সম্পর্কে সচেতন করার চেষ্টা করবেন। হত্যা করে কেউ বেহেশ্তে যেতে পারবেন না। এটা সকলকে বোঝাতে হবে।