বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উপর সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছেন। এ জন্য দেশে শিক্ষার হাড় বেড়েই চলেছে।
”শিক্ষার জন্য আমরা” এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে গাজী গ্রুপের অর্থায়নে রুপগঞ্জ উপজেলার বরপা এলাকায় রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষক সংগঠনের আয়োজনে শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গাজী আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে ব্যপক উন্নয়ন হয়েছে। আর জামাত-শিবির ক্ষমতায় আসলে উন্নয়ন ধারা থেমে যাবে। তাই আগামীতে আবারোও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার ওমর ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান মানজেরে আলম টুটুল, নাওড়া হাজী ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোশারফ হোসেন ভুইয়া, উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষক সংগঠনের আহবায়ক কমিটির শিক্ষক নজিবুর রহমান, আউয়াল মোল্লা, জাবু জয়নাল ঘোষ, শাহ আলম প্রধান প্রমুখ।