বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরিফ হোসেন (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীর পায়ের রগ ও হাতের আঙ্গুল কেটে নেয়ার ঘটনায় মোশারফ হোসেন ও সিফাত নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার শিংলাবো ও মর্তুজাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম। এর আগে, গত বুধবার দুপুরে উপজেলার ভুলতা পুরাতন বাজারে আরিফ হোসেনের পায়ের রগ ও হাতের আঙ্গুল কেটে নেয় প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীরা। আহত আরিফ হোসেন উপজেলার পাচাইখা এলাকার মৃত আইবুর রহমানের ছেলে।
ইন্সপেক্টর শহিদুল আলম বলেন, আরিফ হোসেনে বড় ভাই আল-আমিন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আব্দুল্লাহ নামে আরো এক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওই ৭ জনের নাম উল্লেখ করে আরো একটি মামলা দায়ের করা হয়।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমলাবো এলাকায় নুরে আলম ও ইমন নামে দুই ছাত্রলীগ কর্মী মিলে প্রতিপক্ষ অপর ছাত্রলীগ কর্মী দূর্জয়কে লাঠিপেটা করে আহত করা হয়। লাঠিপেটা করার সময় সুমন মিয়া নামে একজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে রাত ৮টার দিকে দূর্জয়সহ তার লোকজন ভুলতা পুরাতন বাজারের অবস্থিত চায়ের দোকানে গিয়ে সুমন মিয়াকে না পেয়ে সুমনের পিতা জিন্নাত হোসেনকে মারধর ও শরীরে গরম পানি ঢেলে দেয়। এসময় জিন্নাত হোসেনসহ তার লোকজনের সঙ্গে দূর্জয়ের হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে দূর্জয়সহ তার লোকজন রামদা, চাপাতি, চাইনিজ কোড়ালসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ভুলতা পুরাতন বাজার এলাকায় প্রতিপক্ষ আরিফ হোসেনকে একা পেয়ে তার উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে আরিফের ডান হাতের একটি আঙ্গুল ও বাম পায়ের দুটি রগ কেটে ফেলে। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে আটটি আঘাত করা হয়।