আড়াইহাজার,বিজয় বার্তা ২৪
একটি মাত্র মনোনয়ন দাখিল হলেও প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগসহ নানা ত্রুটি বিচ্যুতি’র কারনে শেষ পর্যন্ত তাও বাতিল হয়ে গেছে।যার বদৌলতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নেরবর্তমান চেয়ারম্যানও আওয়ামী লীগ তথা সরকার দলীয় প্রার্থী মো: সাইফুল ইসলাম স্বপন।তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু’র অত্যন্ত আস্তাভাজন ও স্নেহধন্য এবং স্থানীয় জনতার কাছে ব্যাপক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এই সাইফুল ইসলাম স্বপন।বর্তমান মেয়াদে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করে স্থানীয় এমপি’র আস্থা এবং সাধারণ জনতার জনপ্রিয়তা অর্জনে সক্ষম হন।
কালাপাহাড়িয়া ইউনিয়নবাসী’র এহেন ভালবাসায় সিক্ত ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন এ ব্যাপারে এ প্রতিনিধিকে জানান, স্থানীয় জনতা এবং এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু’র কাছে আমি চির কৃতজ্ঞ। তাঁদের ভালবাসা, আন্তরিক সহযোগীতা ও একান্ত প্রত্যাশা ছিল বলেই আমি আবার ২য বারের মত কালাপাহাড়িয়াবাসী’র খাদেম হতে পেরেছি।এ ইউনিয়ন আমার জন্মভূমি। আর এই জন্মভূমিকে আমি আমার স্বপ্নের মত সাজাতে চাই। তবে সে ক্ষেত্রে স্থানীয় এমপি ও ইউনিয়নের সর্ব স্তরের সকলের আন্তরিক সহযোগীতা কামনা করি।