ঠাকুরগাও,বিজয় বার্তা ২৪
ঠাকুরগাও সদর উপজেলার আখানগর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আচরণ বিধি লংঘন হচ্ছে। প্রশাসন নীরব কার্যকরী ভূমিকা হাতে নিচ্ছেন না। মঙ্গলবার গভীর রাতে ভোট কেনার সময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়। ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। রুহিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানালেও বুধবার দিবাগত রাত ১ টার দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম ট্যাবলেট (আনারস প্রতিক) এর ৫টি অফিস ভাংচুর করেছে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতিকের আমির হোসেনের লোকজন বলে এলাকাবাসি জানায়। ভাংচুর কাজে বাধা দিতে গেলে নুরুল ইসলামে লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে বেধড়ক মারপিট করা হয়।
রুহিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহরিয়ার ৫টি নির্বাচনী অফিস ভাংচুরের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।