বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে কালো পতাকা মিছিল করায় সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের ৬ নেত্রীকে আটক করেছেন পুলিশ।
শনিবার সোয়া ১০টায় নয়াপল্টনে কালো পতাকা মিছিল করার সময় তারা আটক হয়।
নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের প্রথম যুগ্ম আহবায়ক রহিমা শরীফ মায়া, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক রাশিদা জামান, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক লায়ন কাজী ফাউজিয়া আক্তার পপি, সোনারগা থানা মহিলা দলের সভাপতি রুমা আক্তার, আড়াইহাজার মহিলা দলের মরিয়ম আক্তার ও মহানগর মহিলা দলের নেত্রী আছমা বেগম।
দলীয় সূত্র মতে, শনিবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল সোয়া ১০টায় নয়াপল্টনে কিছু নেতা-কর্মী জড়ো হয়ে কালো পতাকা প্রদর্শন করে। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শনও করে। পরে পুলিশ বিক্ষুদ্ধ নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। এ সময় হতাহতের ঘটনাও ঘটে। আহত হন বেশ কয়েকজন মহিলা দলের নেত্রী। এ সময় প্রায় ২৫ জন নেতা-কর্মীকে আটক করার অভিযোগ উঠেছে।