স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
সড়ক-মহাসড়কে অবৈধভাবে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেশব্যাপী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে ব্যাটারিচালিত রিকশাসহ অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে মন্ত্রী বিআরটিএর অভিযান প্রত্যক্ষ করেন।
এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে বেশ কিছু ব্যাটারিচালিত রিকশা ও ব্যাটারি জব্দ করা হয়।
মন্ত্রী বলেন, অননুমোদিত ও ‘নন-মোটরাইজড’ যানবাহন ব্যাপকহারে সড়ক-মহাসড়কে চলাচল করছে। সর্বাত্মক অভিযানের মধ্য দিয়ে এসব যানবাহনের চলাচল বন্ধ করতে হবে।
এ লক্ষ্যে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ব্যাটারিচালিত রিকশা একদিকে সড়ক-মহাসড়কের দুর্ঘটনার কারণ হচ্ছে অপরদিকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুতের অপচয় ঘটাচ্ছে।
তিনি জানান, ইজিবাইক, নছিমন, করিমন, ভটভটিসহ অন্যান্য অননুমোদিত যানবাহন বন্ধে হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে। এ ছাড়া জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলেরও সিদ্ধান্ত রয়েছে।
অভিযান পরিচালনাকালে বিআরটিএ ও স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।