বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে এইচ এম সেন রোডস্থ আধুনিক শিশু শিক্ষালয় পাইওনিয়ার স্কুলের উদ্বোধন করা হবে আজ। উদ্বোধনী অনুষ্ঠানের পধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অফিসার পিন্টু বেপারী। পাইওনিয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব। অতিথি হিসেবে ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সহ-সভাপতি মোঃ আলমগীর আজাদ, সম্পাদক এড. হযরত আলী, অধ্যক্ষ মাহফুজা বেগম, বিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তা স ম খলিলুর রহমান, স্কাউটার হোসেন আলী ভূইয়া, বিদ্যালয় সদস্য স্কাউটার জমির হোসেন শাহীন,স্কাউটার শাহজাদা আলম রিপন, স্কাউটার আলহাজ্ব মহসীন দেওয়ান,স্কাউটার মৌলুদা বেগম, উম্মে কুলসুম,নুর মোঃ ব্যাংকার, করিমুন নেছা বেগম, প্রমূখ। অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে আ ক ম নুরুল আমিন বলেন, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে তোমাদেরকে পূর্ণাঙ্গ শিক্ষিত হতে হবে। কেবল শ্রেণীতে শ্রেণীতে প্রথম স্থান পেলেই চলবেনা। তোমাদেরকে আবৃত্তি জানতে হবে,গান জানতে হবে,নাচ জানতে হবে,খেলাধূলাও জানা থাকতে হবে। শুধু পুথিগত বিদ্যর্জনেই প্রকৃত শিক্ষিত হওয়া যায়না। মানুষের মত মানুষ হতে হলে সামাজিক রীতিনীতি থেকে ধর্মীয় অনুশাসন এবং শিক্ষা, খেলাধুলা, স্কাউটিং, সাহিত্য,ছন্দ, আবৃত্তিসহ সব ধরনের এক্সট্রা অডিনারী আবশ্যক। আর কিন্ডারগার্টেন ছাত্র-ছাত্রীদের এই প্লাটফর্ম তৈরী করে দেয়। পরিশেষে সভাপতির বক্তব্যে কবির হোসেন বলেন, আমি ব্যবসা করতে এ স্কুল প্রতিষ্ঠা করিনি, এই এলাকার সাধারণের ইচ্ছা পূরণের জন্য গড়েছি। এই বছর আমার স্কুলের ছাত্র ছাত্রীদের ফ্রিতে ভর্তি করেছি, ইনশাল্লাহ ধারাবাহিকতা বজায় রাখবো। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পাইওনিয়ার স্কুলের সহকারী শিক্ষক শারমিন রহমান তুলি।