নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে আব্দুল হাই আকন (৭০) নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুক মিজমিজি পাগলাবাড়ির মালা মিয়ার বাড়ি থেকে তাকে আটক করেন। এ সময় তার ঘর থেকে জামায়াত শিবিরের বিভিন্ন বই উদ্ধার করে পুলিশ। আটক আব্দুল হাই বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত মকবুল হোসেন আকনের ছেলে ।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুক জামায়াত শিবিরের বিভিন্ন বই উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আব্দুল হাই আকন দীর্ঘদিন ধরে জামায়াত শিবিরের নেতৃত্ব দিয়ে আসছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।