নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ২য় মৃত্যু বার্ষিকি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের(৩৮১০) উদ্যোগে কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের অফিস প্রাঙ্গণে এই কুরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের(৩৮১০) সভাপতি আবু তাহের’র সভাপতিতে ¡ এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি আবুল খায়ের ভূইয়া, জাতীয় শ্রমিক পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধরণ সম্পাদক এসটি আলমগীর সরকার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (৩৮১০) সিনিয়র সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক মো. মোস্তাফা ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ফতুল্লা থানা জাতীয় নীট ডাইং গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের( রেজি নং- ৪৩৯৩) নিজাম সিকদার, জাপা নেতা দুলাল প্রমূখ।
দোয়া মাহফিলে প্রয়াত নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।