বিজয় বার্তা ২৪ ডট কম
শান্তিপূর্ণ ভাবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ভোট গ্ৰহন চলছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সমিতির এক নং সদস্য এড. আমিনুল হক ভোট দেওয়ার মধ্য দিয়ে ভোট গ্ৰহণ শুরু হয়। এর পর একে একে ভোটার গন ভোট তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। বিকেল ৫ টায় এই ভোট গ্রহন শেষ হবে।
এদিকে প্রতিদ্বন্ধীতা করছেন আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী এড. হাসান ফেরদৗস জুয়েল ও সাধারণ সম্পাক প্রার্থী এড. মহসিন মিয়া,সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. আব্দুল লতিফ মিয়া, সহ-সভাপতি প্রার্থী এড. মো: ছালাহ্উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রার্থী এড. জসীম উদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মনিরুজ্জামান কাজল, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো. আবুল বাশার রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো: সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সুভাষ বিশ্বাস, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূঁইয়া, সমাজ সেবা বিষয়ক সম্পাদক প্রার্থী এড.ইসরাত জাহান ইনা এবং কার্যকরী সদস্য পদ প্রার্থী এড. মো: মুশিউর রহমান, এড. রাশেদ ভূইয়া, এড. শোয়েব আহাম্মেদ শুভ, এড. আব্দুল মান্নান, এড. রোমানা আক্তারসহ আওয়ামী পন্থী আইনজীবীরা।
অপরদিকে প্রতিদ্বন্ধীতা করছেন বিএনপিপন্থী আইনজীবী প্যাণেলের সভাপতি প্রার্থী এড. জহিরুল হক, সাধারন সম্পাদক প্রার্থী এড. আব্দুল হামিদ খান ভাষানী, সিনিয়র সহ সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম খান রেজা, সহ সভাপতি প্রার্থী এড. আজিজ আল মামুন, যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. আব্দুস সামাদ মোল্লা, কোষাধ্যক্ষ প্রার্থী এড. নুরুল আমিন মাসুম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সুমন মিয়া, লাইব্রেরী বিষয়ক সম্পাদক প্রার্থী এড. এ কে এম ওমর ফারুক নয়ন, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সাইদুল ইসলাম সুমন, সমাজ কল্যান সম্পাদক প্রার্থী এড. শারমিন আক্তার, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. জাহিদুল ইসলাম মুক্তা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী এড. নজরুল ইসলাম মাসুম এবং কার্যকরী সদস্য প্রার্থী এড. আল আমিন, এড. রফিকুল ইসলাম আনু, এড. আহসান হাবীব ভূইয়া, এড. ফজলুর রহমান ফাহিম ও এড. আমেনা আকতার শিল্পী।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার এড. মাহবুবুর রহমান মাসুম জানান, আমরা যদি সুস্থ্য থাকি তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। আইনজীবীরা খুবই আন্তরিক আমরা বিশ্বাস করি তারা আমাদের সর্বাধিক সহযোগিতা করবো ।
উল্লেখ্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ৯২৮ টি । মোট ভোট কেন্দ্র ১২ টি ।